পাদটীকা
b রোমে দ্বিতীয়বার কারারুদ্ধ থাকাকালে, পৌল তীমথিকে “পুস্তকগুলি, বিশেষতঃ চর্ম্মের পুস্তক কয়খানি,” আনতে বলেছিলেন। (২ তীমথিয় ৪:১৩) পৌল সম্ভবত ইব্রীয় শাস্ত্রের কিছু অংশ আনতে বলেছিলেন যাতে তিনি বন্দী অবস্থায় সেগুলি অধ্যয়ন করতে পারেন। “বিশেষতঃ চর্ম্মের পুস্তক কয়খানি” বাক্যাংশটি হয়ত ইঙ্গিত করে যে প্যাপিরাস ও পার্চমেন্টের অন্যান্য গুটানো পুস্তকগুলি উভয়ই অন্তর্ভুক্ত ছিল।