পাদটীকা
d মহাযাজক এবং তার পরিজনদের সাথে যোহনের পরিচিতি বিবরণের পরবর্তী অংশে পুনরায় প্রদর্শিত হয়েছে। মহাযাজকের দাসেদের আরেকজন যখন পিতরকে যীশুর শিষ্য হিসাবে অভিযুক্ত করেছিলেন, তখন যোহন ব্যাখ্যা করেছিলেন যে এই দাস “পিতর যাহার কাণ কাটিয়া ফেলিয়াছিলেন, তাহার এক জন কুটুম্ব।”—যোহন ১৮:২৬.