পাদটীকা
a গালাতীয় ২:৩ পদে তীতকে একজন গ্রিক (হেলেন) হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি হয়তো বোঝায় যে তিনি গ্রিক বংশীয় ছিলেন। কিন্তু কিছু গ্রিক লেখক, ন-গ্রিকদের অর্থাৎ যারা গ্রিক ভাষা ও সংস্কৃতি গ্রহণ করেছিলেন তাদের সম্বন্ধে উল্লেখ করার ক্ষেত্রে বহুবচন (হেলেনস্) ব্যবহার করেছিলেন বলে জানা যায়। সম্ভবত সেই অর্থেই তীত একজন গ্রিক ছিলেন।