পাদটীকা
d ১৯৩৮ সালে সারা পৃথিবীতে স্মরণার্থক সভায় ৭৩,৪২০ জন উপস্থিত হয়েছিলেন আর তাদের মধ্যে ৫৩ শতাংশ লোক—৩৯,২২৫ জন—স্মরণার্থক সভার প্রতীক নিয়েছিলেন। ১৯৯৮ সালে সেই উপস্থিতির সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৮,৯৬,৩১২ যার মধ্যে মাত্র ৮,৭৫৬ জন স্মরণার্থক সভার প্রতীক গ্রহণ করেছিলেন। আর এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১০টা মণ্ডলীতে ১ জনের চেয়েও কম ব্যক্তি প্রতীক গ্রহণ করেছিলেন।