পাদটীকা
a হাসপাতালে কাজ করেন এমন খ্রীষ্টানদেরও অধিকারের বিষয়টা চিন্তা করা দরকার। একজন চিকিৎসকের হয়ত রোগীর জন্য ওষুধপত্র বা কিধরনের চিকিৎসা করা হবে তা ঠিক করার অধিকার থাকতে পারে। আর এমনকি একজন রোগীর ইচ্ছা থাকলেও কিভাবে একজন খ্রীষ্টান ডাক্তার অধিকার আছে বলেই রক্ত নেওয়ার কিংবা গর্ভপাত করার কথা বলতে পারেন? কারণ তিনি জানেন যে বাইবেল এই বিষয়ে কী বলে। অন্যদিকে, হাসপাতালের নার্সদের হয়ত এইরকম অধিকার নেই। তিনি তার প্রতিদিনের কাজ করার সময়, একজন ডাক্তার হয়ত তাকে এমন একজন রোগীর রক্ত পরীক্ষা করার বা দেখাশোনা করতে বলেন যিনি গর্ভপাত করানোর জন্য এসেছেন। ২ রাজাবলি ৫:১৭-১৯ পদে দেওয়া উদাহরণের সঙ্গে মিল রেখে তিনি হয়ত এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে আমি সেই ব্যক্তি নই যার হাতে রক্ত দেওয়ার কিংবা গর্ভপাত করানোর কথা বলার অধিকার আছে। আমি শুধু জনসেবা হিসাবে রোগীর সেবা করছি। অবশ্য, তাকে তার বিবেকের কথা মনে রাখতে হবে যাতে ‘সৎসংবেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিতে পারেন।’—প্রেরিত ২৩:১.