পাদটীকা
c একজন বাইবেল পণ্ডিত ব্যক্তি বলেছিলেন: “কখনও কখনও দেখা যায় যে যিনি ভুল করেছেন সেই ব্যক্তি কেবল একজনের চেয়ে দুই বা তিনজনের (বিশেষ করে তারা যদি সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন) কথা মন দিয়ে শোনেন। আর বিশেষভাবে সেই একজন যদি সেই ব্যক্তি হন যার সঙ্গে তার মতের অমিল হয়েছিল।”