পাদটীকা
b যোষেফের কথা শেষবারের মতো সেই ঘটনায় পাওয়া যায় যখন ১২ বছরের যীশু মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে ছিলেন। যীশু কান্না নগরে তাঁর প্রচার কাজ শুরু করেছিলেন। সেই সময় তিনি এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন আর সেখানেও যোষেফ ছিলেন বলে কিছু বলা নেই। (যোহন ২:১-৩) সা.কা. ৩৩ সালে যখন যীশুকে যাতনাদণ্ডে দেওয়া হয়েছিল তখনও তিনি মরিয়মের দেখাশোনা করার ভার তাঁর প্রিয় প্রেরিত যোহনের ওপর দিয়েছিলেন। যোষেফ যদি তখন জীবিত থাকতেন, তাহলে যীশুর তা করা দরকার হতো না।—যোহন ১৯:২৬, ২৭.