পাদটীকা
a সি. টি. রাসেল মারা যাওয়ার পর শাস্ত্রের ওপর অধ্যয়ন এর সপ্তম খণ্ড লেখা হয়েছিল যাতে যিহিষ্কেল এবং প্রকাশিত বাক্য বইয়ের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই খণ্ডের কিছু কিছু জায়গায় ভাই রাসেলের ধারণাও লেখা হয়েছিল। কিন্তু ওই ভবিষ্যদ্বাণীগুলোর মানে বোঝার সময় তখনও আসেনি আর তাই শাস্ত্রের ওপর অধ্যয়ন এর ওই খণ্ডে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তা স্পষ্ট ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যিহোবার অনুগ্রহ এবং জগতে ঘটতে থাকা ঘটনাগুলো দেখে খ্রীষ্টানরা ওই ভবিষ্যদ্বাণীর বইগুলোর মানে আরও ঠিকভাবে বুঝতে পেরেছেন।