পাদটীকা
b ইব্রীয় শব্দ শিওল এবং গ্রিক শব্দ হেডিজ-কে “নরক” অনুবাদ করা হয়েছে। এই দুটো শব্দের মানে হল “কবর।” তাই ইংরেজি অনুবাদকেরা কিং জেমস ভারসন-এ শিওল-কে ৩১ বার “নরক” বলে অনুবাদ করেছেন। আর তারা এই একই শব্দকে আবার ৩১ বার “কবর” ও ৩ বার “গর্ত” বলেও অনুবাদ করেছেন। এর থেকে বোঝা যায় এই শব্দগুলোর মানে একই।