পাদটীকা
a ওয়াচটাওয়ার বাইবেল আ্যন্ড ট্র্যাক্ট সোসাইটির ছাপানো শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বই বলে: “বাইবেলে যে ‘প্রায়শ্চিত্ত’ কথা লেখা হয়েছে তার আসল মানে হল ঢাকা বা অদলবদল করা। আর যা বদল করা হবে তা যেন প্রথমটার সমান হয়। . . . আদম যা হারিয়েছিল সেই একই জিনিস ফিরে পাওয়ার জন্য বা আদম যে ক্ষতি করেছিল তা ঠিক ঠিক পূরণ করার জন্য ঠিক সেইরকম সমান এক জিনিসের দরকার ছিল। আদম তার সিদ্ধ জীবন হারিয়েছিল তাই সেই সিদ্ধ জীবনের বদলে আরেকটা সিদ্ধ জীবন বলি দেওয়ার দরকার ছিল।”