পাদটীকা
b রোমীয় ১২:১ পদ মূলত অভিষিক্ত খ্রীষ্টানদের জন্য তবে এই পদের নীতিটা ‘অপর মেষদের’ জন্যও খাটে। (যোহন ১০:১৬, NW) তারা “সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য, তাঁহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাঁহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়।”—যিশাইয় ৫৬:৬.