পাদটীকা
a আর কিছু জরুরি বিষয়ও আমরা অবহেলা করতে পারি না: মেক্সিকোর নেসিমিয়েনটোতে বাচ্চা যীশুকে “শিশু ঈশ্বর” বলা হয়। কারণ তারা মনে করেন যে ঈশ্বর নিজে শিশুর রূপ নিয়ে পৃথিবীতে এসেছিলেন। কিন্তু বাইবেল যীশুকে ঈশ্বরের পুত্র বলে যিনি এই পৃথিবীতে জন্মেছিলেন। বাইবেল বলে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর যিহোবা নন বা তাঁর সমান নন। এই বিষয়গুলো যে সত্যি তা লূক ১:৩৫; যোহন ৩:১৬; ৫:৩৭; ১৪:১, ৬, ৯, ২৮; ১৭:১, ৩; ২০:১৭ পদে দেওয়া আছে।