পাদটীকা
b এই প্রবন্ধে ব্যবহৃত “স্লাভনিক” শব্দটা স্লাভিক আঞ্চলিক ভাষাকে বোঝায়, যা সিরিল ও মেথোডিয়াস তাদের কাজে ও সাহিত্যকর্মে ব্যবহার করেছিলেন। আজকে কেউ কেউ “পুরনো স্লাভনিক” অথবা “গির্জার পুরনো স্লাভনিক” শব্দগুলো ব্যবহার করে থাকেন। ভাষাবিদরা মনে করেন যে সা.কা. নবম শতাব্দীতে স্লাভভাষী লোকেরা শুধু একটা ভাষাতেই কথা বলত না।