পাদটীকা
b “প্রজ্ঞা” এর জন্য যে ইব্রীয় শব্দ ব্যবহার করা হয়েছে সেটা যদিও সবসময় স্ত্রীলিঙ্গে তুলে ধরা হয়েছে কিন্তু তা ঈশ্বরের পুত্র যীশুর বেলায় যে প্রজ্ঞা শব্দ ব্যবহার করা হয়েছে, তাতে কোন দ্বন্দ্বের সৃষ্টি করে না। “ঈশ্বর প্রেম” এই অভিব্যক্তির মধ্যে “প্রেম” এর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটাও স্ত্রীলিঙ্গ। (১ যোহন ৪:৮) তবুও এটা ঈশ্বরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে।