পাদটীকা
a অন্যান্য মহিলাদের অবস্থাও সেই বিধবাদের মতো, কারণ তাদের স্বামীরা তাদের ছেড়ে দিয়েছেন। আলাদা হওয়া ও বিবাহ বিচ্ছেদ যদিও নিজস্ব কিছু সমস্যা নিয়ে আসে, তবুও পরের প্রবন্ধে যে কয়েকটা নীতির কথা আলোচনা করা হয়েছে, তা এইধরনের অবস্থাতে আছেন এমন মহিলাদেরকে সাহায্য করতে পারে।