পাদটীকা
a বর্তমানে ইউফ্রেটিস নদী যদিও আগে যেখানে ঊর ছিল সেখান থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বদিক দিয়ে বয়ে গেছে কিন্তু সাক্ষ্যপ্রমাণ ইঙ্গিত করে যে, প্রাচীন কালে এই নদী শহরের ঠিক পশ্চিমদিক দিয়ে বয়ে গিয়েছিল। এইজন্য অব্রামের বিষয়ে পরে বলা হয়েছে যে, তিনি “[ইউফ্রেটিস] নদীর ওপার হইতে” এসেছিলেন।—যিহোশূয়ের পুস্তক ২৪:৩.