পাদটীকা
a “প্রেম চিরসহিষ্ণু, প্রেম দয়া দেখায়,” পৌলের এই কথাগুলোর ওপর মন্তব্য করতে গিয়ে বাইবেল পণ্ডিত গর্ডন ডি. ফি লেখেন: “পৌলের থিওলজিতে এগুলো [দীর্ঘসহিষ্ণুতা ও দয়া] মানুষের প্রতি ঈশ্বরের আচরণের দুটো দিককে তুলে ধরে। (সিএফ. রোমীয় ২:৪) একদিকে, মানুষের বিদ্রোহ সত্ত্বেও ঈশ্বর তাঁর ক্রোধ আটকে রাখার মাধ্যমে তাঁর প্রেমপূর্ণ সহনশীলতা দেখিয়েছেন; অন্যদিকে, তাঁর করুণার অগণিত প্রকাশের মাধ্যমে তাঁর দয়া দেখা যায়। এভাবে, পৌল প্রেমের বিষয় বর্ণনা করতে গিয়ে ঈশ্বর সম্বন্ধে দুটো বিষয় বলে বর্ণনা শুরু করেন, যিনি খ্রীষ্টের মাধ্যমে সেই লোকেদের প্রতি ধৈর্য ও দয়া দেখিয়েছেন, যারা তাঁর কাছ থেকে প্রতিকুল বিচার পাওয়ার উপযুক্ত।”