পাদটীকা
b যিহোবা নিজেও এইরকম ঘৃণা করেন। উদাহরণ হিসেবে বলা যায়, ইফিষীয় ৪:২৯ পদে গালিগালাজকে “কদালাপ” বলা হয়েছে। এখানে ‘কদালাপের’ জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, তা আক্ষরিক অর্থে পচা ফল, মাছ বা মাংসকে বোঝায়। এইরকম শব্দ স্পষ্টভাবে অপছন্দকে বোঝায়, যে অনুভূতি খারাপ বা নোংরা কথাবার্তার প্রতি আমাদের থাকা উচিত। একইভাবে, শাস্ত্রে প্রতিমাগুলোকে প্রায়ই “মলতুল্য” (NW) বলে বর্ণনা করা হয়েছে। (দ্বিতীয় বিবরণ ২৯:১৭; যিহিষ্কেল ৬:৯) মল বা দেহের বর্জ্যের প্রতি আমাদের স্বাভাবিক অপছন্দ যে কোন ধরনের প্রতিমাপূজার প্রতি ঈশ্বরের ঘৃণার মনোভাবকে বুঝতে আমাদেরকে সাহায্য করে।