পাদটীকা
a মফীবোশতের মতো এইরকম একজন কৃতজ্ঞ, নম্র ব্যক্তি এমন উচ্চাকাঙ্ক্ষী ষড়যন্ত্র করতে পারেন, তা ভাবাই যায় না। কোন সন্দেহ নেই যে, তিনি তার বাবা যোনাথনের বিশ্বস্ত উদাহরণের কথা জানতেন। রাজা শৌলের পুত্র হওয়া সত্ত্বেও, যোনাথন নম্রভাবে দায়ূদকে ইস্রায়েলের রাজা মনোনয়ন করার বিষয়ে যিহোবার সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। (১ শমূয়েল ২০:১২-১৭) মফীবোশতের ঈশ্বর-ভয়শীল বাবা ও দায়ূদের নিষ্ঠাবান বন্ধু যোনাথন তার বাচ্চা ছেলেকে নিশ্চয়ই রাজকীয় ক্ষমতার জন্য আকাঙ্ক্ষা করতে শেখাননি।