পাদটীকা
a দ্যা যিরূশালেম বাইবেল আদিপুস্তক ২:১৭ পদের পাদটীকায় “ভালমন্দ-জ্ঞানকে” ব্যাখ্যা করে ‘কোনটা ভাল ও কোনটা মন্দ, তা নির্ধারণ করার ক্ষমতা এবং সেই অনুযায়ী কাজ করা, এটা পুরোপুরি নৈতিক স্বাধীনতার এক দাবি যেটার দ্বারা মানুষ এক সৃষ্ট সত্ত্বা হিসেবে তার মর্যাদাকে অস্বীকার করে।’ এটা আরও বলে: “প্রথম পাপ ঈশ্বরের সার্বভৌমত্বের ওপর একটা আক্রমণ ছিল।”