পাদটীকা
b যে-ইব্রীয় ক্রিয়াপদকে ‘জাগিয়া থাক’ হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা সম্বন্ধে বলতে গিয়ে গ্রন্থাকার ডব্লুই. ই. ভাইন ব্যাখ্যা করেন যে, এর আক্ষরিক অর্থ হল, ‘ঘুম তাড়িয়ে দেওয়া’ এবং এটা “শুধু জাগ্রত অবস্থাকে নয় কিন্তু তাদের সতর্কাবস্থাকে প্রকাশ করে, যারা কোনো কিছুর প্রতি নিবিষ্ট।”