পাদটীকা
a ল্যাটিন শব্দ ওলট্রাকুই থেকে এসেছে, যেটার মানে হচ্ছে “প্রতি দুইজন।” রোমান ক্যাথলিক যাজকরা যারা কম্যুনিয়ান দেওয়ার সময় সাধারণ লোকেদের কাছ থেকে দ্রাক্ষারস সরিয়ে নিত, তাদের মতো না করে ওলট্রাকুইস্টরা (হাসাইটদের ভিন্ন দলগুলো) রুটি ও দ্রাক্ষারস দিত।