পাদটীকা
a সাধারণ কাল প্রথম শতাব্দীতে, লেবীয় বার্ণবা তার নিজের জমি বিক্রি করে যা পেয়েছিলেন, তা যিরূশালেমে খ্রিস্টের অভাবী অনুসারীদের সাহায্যের জন্য দান করেছিলেন। সেই সম্পত্তি হয়তো প্যালেস্টাইন অথবা সাইপ্রাসে ছিল। অথবা হতে পারে এটা কেবল এক সমাধিক্ষেত্র ছিল, যা বার্ণবা যিরূশালেমের এলাকায় পেয়েছিলেন।—প্রেরিত ৪:৩৪-৩৭.