পাদটীকা
c নেবরিহাকে স্পেনের মানবতান্ত্রিকদের (সংস্কারমুক্ত পণ্ডিতদের) অগ্রদূত হিসেবে ধরা হয়। ১৪৯২ সালে তিনি প্রথম গ্রামাটিকা কাসটেলিয়ানা (কাসটিল ভাষার ব্যাকরণ) ছাপিয়েছিলেন। তিন বছর পর তিনি পবিত্র শাস্ত্র অধ্যয়নের জন্য তার বাকি জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।