পাদটীকা
d কিছু ইঞ্জেকশনে মূল অথবা সক্রিয় উপাদানের বেশির ভাগই হল সাংশ্লেষিক দ্রব্য, যা রক্ত থেকে নয়। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে রক্তের কোনো ক্ষুদ্র অংশের সামান্য পরিমাণ যেমন, এলবিউমিন যুক্ত করা হতে পারে।—দয়া করে ১৯৯৪ সালের ১লা অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার “পাঠকদের থেকে প্রশ্নসকল” দেখুন।
আপনি কি মনে করতে পারেন?
• রক্তের বিষয়ে ঈশ্বর নোহকে, ইস্রায়েলীয়দের এবং খ্রিস্টানদের কোন নির্দেশনা দিয়েছিলেন?
• রক্ত সম্বন্ধে যিহোবার সাক্ষিরা কোন বিষয়টা পুরোপুরি প্রত্যাখ্যান করে?
• কোন অর্থে রক্তের যেকোনো একটা মূল উপাদান থেকে আলাদা করা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গ্রহণের বিষয়টা একজনের বিবেকের ওপর নির্ভর করে কিন্তু এর অর্থ কী নয়?
• সিদ্ধান্ত নেওয়ার সময় কেন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে সবচেয়ে প্রথমে রাখা উচিত?