পাদটীকা
b এ ছাড়া, খ্রিস্টীয় গ্রিক শাস্ত্রের অন্যান্য পদও দেখায় যে, যিশু হলেন ঈশ্বরের সেই অভিষিক্ত ব্যক্তি, যাঁর সম্বন্ধে দ্বিতীয় গীতে উল্লেখ করা হয়েছে। এটা গীতসংহিতা ২:৭ পদের সঙ্গে প্রেরিত ১৩:৩২, ৩৩ এবং ইব্রীয় ১:৫; ৫:৫ পদের তুলনা করলে স্পষ্ট হয়। এ ছাড়া, গীতসংহিতা ২:৯ এবং প্রকাশিত বাক্য ২:২৭ পদও দেখুন।