পাদটীকা
a এই কথাগুলো হয়তো পরোক্ষভাবে যিরূশালেম মন্দিরের অধ্যক্ষের দায়িত্বকে বোঝায়। রাত্রি প্রহরে তিনি মন্দিরের মধ্যে ঘুরে দেখতেন যে, লেবীয় রক্ষীরা তাদের নিজ নিজ অবস্থানে জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে। কোনো রক্ষীকে যদি ঘুমন্ত অবস্থায় পাওয়া যেত, তা হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হতো এবং লজ্জাজনক শাস্তি হিসেবে হয়তো তার বস্ত্র পুড়িয়ে ফেলা হতো।