পাদটীকা
c বিজ্ঞানের দিক থেকে বলতে গেলে আমরা সেই সময় ভুল শব্দগুলো ব্যবহার করি, যখন “সূর্যোদয়” এবং “সূর্যাস্ত” বোঝাই। কিন্তু, পৃথিবী থেকে আমরা যা দেখতে পাই সেটার পরিপ্রেক্ষিতে রোজকার কথাবার্তায় এই শব্দগুলোকে গ্রহণযোগ্য এবং সঠিক বলে মেনে নেওয়া হয়েছে। একইভাবে যিহোশূয় জ্যোতির্বিদ্যার কথা আলোচনা করছিলেন না; তিনি কেবল সেই ঘটনাগুলোর কথা বলছিলেন, যেগুলো তিনি দেখছিলেন।