পাদটীকা
b তিনি আরবি, গ্রিক, ইব্রীয়, ল্যাটিন ও সিরীয় ভাষায় দক্ষ ছিলেন, যে-পাঁচটা মুখ্য ভাষা পলিগ্লট বাইবেলে ব্যবহৃত হয়েছে। এ ছাড়া, তিনি প্রত্নতত্ত্ব, চিকিৎসা, বিজ্ঞান এবং ধর্মতত্ত্বেও বিজ্ঞ ছিলেন আর তিনি এই বাইবেলটির পরিশিষ্ট তৈরি করার সময় এই জ্ঞানকে কাজে লাগিয়েছিলেন।