পাদটীকা
a ১৯১৭ সালে অক্টোবর মাসের বিপ্লবের আগে, রাশিয়া পুরনো জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত কিন্তু অধিকাংশ দেশ সেটার পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে। ১৯১৭ সালে জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ১৩ দিন পিছনে ছিল। বিপ্লবের পরে, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সোভিয়েতের লোকেরা জুলিয়ান ক্যালেন্ডার বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে। কিন্তু, অর্থোডক্স গির্জা তাদের উদ্যাপনের জন্য জুলিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করতে থাকে আর সেটাকে “পুরনো ধাঁচের” ক্যালেন্ডার নামে আখ্যায়িত করে। আপনি হয়তো শুনতে পারেন যে, রাশিয়ায় ৭ই জানুয়ারি বড়দিন উদ্যাপিত হয়। কিন্তু মনে রাখবেন যে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সেই ৭ই জানুয়ারি হল জুলিয়ান ক্যালেন্ডারের ২৫শে ডিসেম্বর। তাই, রাশিয়ার অনেক লোক তাদের ছুটির মরসুমকে এভাবে উদ্যাপন করে: ২৫শে ডিসেম্বর, পাশ্চাত্যের বড়দিন; ১লা জানুয়ারি, সরকারি নববর্ষ; ৭ই জানুয়ারি, অর্থোডক্সদের বড়দিন; ১৪ই জানুয়ারি, পুরনো ধাঁচের নববর্ষ।