পাদটীকা
b তাড়িযুক্ত দুটো রুটির এই দোলনীয় উপহারে প্রায়ই যাজক তার হাতের তালুতে রুটিগুলো রাখতেন, তার হাত উত্তোলন করতেন এবং রুটিগুলো একদিক থেকে অন্যদিকে দোলাতেন। এই অঙ্গভঙ্গি যিহোবার কাছে বলিদানমূলক বস্তুগুলো উপস্থাপন করার বিষয়টাকে চিত্রিত করত।—যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরেজি) বইয়ের ২য় খণ্ডের ৫২৮ পৃষ্ঠা দেখুন।