পাদটীকা
a বাইবেলের মূল ভাষাগুলো অধ্যয়নে এই ব্যক্তিরা প্রচুর অবদান রেখেছিল। ১৫০৬ সালে রইশলিন তার ইব্রীয় ব্যাকরণ প্রকাশ করেছিলেন, যা ইব্রীয় শাস্ত্র সম্বন্ধে আরও গভীর অধ্যয়নের দিকে চালিত করেছিল। ইরাজমাস ১৫১৬ সালে খ্রিস্টান গ্রিক শাস্ত্রের মূল গ্রিক পাঠ্যাংশ প্রকাশ করেছিলেন।