পাদটীকা
a বাইবেল পণ্ডিত আ্যলবার্ট বার্নেস স্বীকার করেছিলেন যে, ‘মণ্ডলীকে বলিবার’ বিষয়ে যিশুর নির্দেশনা বলতে বোঝাতে পারে “তাদেরকে, যারা এই ধরনের বিষয়গুলো তদন্ত করার জন্য অধিকারপ্রাপ্ত—গির্জার প্রতিনিধিরা অথবা যারা তাদের হয়ে কাজ করত। যিহুদি সমাজগৃহে প্রাচীনদের এক বিচারকমণ্ডলী ছিল, যাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসা হতো।”