পাদটীকা
b ইতিহাসবেত্তা ইউসেবিয়াস (সা.কা. ২৬০-৩৪০ সাল) বলেন যে, সা.কা. ৬৬ সালের কিছু সময় আগে “প্রেরিতেরা, সর্বদা হত্যার গুপ্ত চক্রান্তের বিপদের মধ্যে থাকায়, যিহূদিয়া থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু তাদের বার্তা শিক্ষা দেওয়ার জন্য, খ্রিস্টের শক্তিতে তারা প্রতিটা দেশে ভ্রমণ করেছিল।”