পাদটীকা
a প্রহরীদুর্গ পত্রিকা এখন দুটো সংস্করণে প্রকাশিত হবে। ইংরেজি ও অন্যান্য কিছু ভাষায়, মাসের ১ তারিখের সংখ্যাটি সাধারণ লোকেদের জন্য প্রকাশিত হবে। বাংলা ভাষায় এই সংখ্যা ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হবে। তাই, এখানে আলোচিত সমস্ত বৈশিষ্ট্য সেই সংখ্যায় না-ও থাকতে পারে। ১৫ তারিখের সংখ্যাটি হল অধ্যয়ন সংস্করণ, যেটি যিহোবার সাক্ষিরা তাদের মণ্ডলীর সভাগুলোতে ব্যবহার করবে, যে-সভাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত।