পাদটীকা
a যিশুর দেওয়া আদর্শ প্রার্থনার মতো, শোকার্ত ব্যক্তির কাডিশ প্রার্থনায়ও বলা হয় যে, ঈশ্বরের নাম পবিত্রীকৃত হোক। কাডিশ খ্রিস্টের সময়ের অথবা এমনকি আরও আগের কি না, এই প্রশ্ন নিয়ে যদিও কিছু বিতর্ক রয়েছে, তবে যেকোনো সাদৃশ্য থাকার কারণে আমাদের অবাক হওয়া উচিত নয়। যিশুর প্রার্থনা কোনো নতুন বিষয় উপস্থাপন করার কিংবা বৈপ্লবিক পরিবর্তন সাধনের উদ্দেশ্যে ছিল না। প্রত্যেকটা অনুরোধ পুরোপুরি শাস্ত্রের ওপর ভিত্তি করে ছিল, যে-শাস্ত্র সেই সময়ের সমস্ত যিহুদির কাছে প্রাপ্তিসাধ্য ছিল। যিশু তাঁর সহযিহুদিদেরকে সেই বিষয়গুলোর জন্য প্রার্থনা করতে উৎসাহিত করছিলেন, যেগুলোর জন্য তাদের সবসময়ই প্রার্থনা করা উচিত ছিল।