পাদটীকা
a কিছু বাইবেল সংস্করণ “উপস্থিতি” শব্দটিকে ভুলভাবে অনুবাদ করার ফলে যে-ভুল ধারণা প্রকাশ পায়, যিশুর বিবৃতি সেটাকে সংশোধন করতে সাহায্য করে। কিছু অনুবাদ এটিকে ‘আসা,’ “আবির্ভাব,” অথবা “প্রত্যাবর্তন” হিসেবে অনুবাদ করে, যেগুলোর প্রত্যেকটাই এক ক্ষণস্থায়ী ঘটনাকে ইঙ্গিত করে। কিন্তু লক্ষ করুন যে, যিশু তাঁর উপস্থিতিকে নোহের দিনের জলপ্লাবন অর্থাৎ একটা সময়ের কোনো ঘটনার সঙ্গে তুলনা করেননি বরং তিনি ‘নোহের সময়ের’ অর্থাৎ এক চরম সময়কালের সঙ্গে তুলনা করেছিলেন। সেই প্রাচীন সময়ের মতো, খ্রিস্টের উপস্থিতিও এমন একটা সময়কাল ধরে চলবে, যখন লোকেরা রোজকার কাজকর্মে এত বেশি মগ্ন থাকবে যে, তাদেরকে দেওয়া সতর্কবাণীর প্রতি তারা মনোযোগ দেবে না।