পাদটীকা
c যে-সময়ে ‘এই কালের লোকেরা’ বাস করে তা, প্রকাশিত বাক্য বইয়ের প্রথম দর্শনের সময়কালের সমরূপ বলে মনে হয়। (প্রকাশিত বাক্য ১:১০–৩:২২) প্রভুর দিনের এই বৈশিষ্ট্য ১৯১৪ সাল থেকে শুরু হয়ে শেষ বিশ্বস্ত অভিষিক্ত ব্যক্তির মৃত্যু ও পুনরুত্থান পর্যন্ত স্থায়ী।—প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) বইয়ের ২৪ পৃষ্ঠার ৪ অনুচ্ছেদ দেখুন।