পাদটীকা
a কলসীয় ৩:৯, ১০ পদ ইঙ্গিত করে যে, ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হওয়ার বিষয়টা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত। যারা ঈশ্বরকে খুশি করতে চায়, তাদেরকে ‘নূতন মনুষ্য’ বা ব্যক্তিত্ব পরিধান করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হয়েছে, যা “সৃষ্টিকর্ত্তার [ঈশ্বরের] প্রতিমূর্ত্তি অনুসারে . . . নূতনীকৃত হইতেছে।”