পাদটীকা
a এই যাত্রার বর্ণনা এবং পূর্বের আরেকটা যাত্রার বর্ণনার মধ্যে পার্থক্য লক্ষ করুন: ইলিশাবেতের সঙ্গে সাক্ষাৎ করার জন্য “মরিয়ম উঠিয়া . . . গেলেন।” (লূক ১:৩৯) বাগ্দত্তা অথচ অবিবাহিত একজন নারী হিসেবে মরিয়ম সেই সময়ে হয়তো যোষেফের সঙ্গে আলাপ-আলোচনা করা ছাড়াই কাজ করেছিলেন। বিয়ের পর, এই দম্পতির একত্রে যাত্রার বন্দোবস্ত মরিয়ম নয় বরং যোষেফই করেছিলেন।