পাদটীকা
c সেই সময়ে এই মেষপালকরা যে পাল নিয়ে মাঠে ছিল, সেই বিষয়টা বাইবেলের কালনিরূপণবিদ্যা যা ইঙ্গিত করে, সেটাকে নিশ্চিত করে: খ্রিস্টের জন্ম ডিসেম্বর মাসে, যখন কিনা পালগুলো ঘরের কাছেই ছাউনিতে থাকত, সেই সময় হয়নি বরং অক্টোবর মাসের প্রথমদিকের কোনো একসময়ে হয়েছিল।