পাদটীকা
a এই শাস্ত্রপদকে কখনো কখনো এমনভাবে অনুবাদ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে, একমাত্র মায়ের মৃত্যু হলেই মৃত্যুদণ্ড দেওয়া যেত। কিন্তু, মূল ইব্রীয় পাঠ্যাংশ দেখায় যে, এই আইন মা অথবা তার অজাত সন্তানের কোনো মারাত্মক ক্ষতি সম্বন্ধে বলে। তাই, নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেল যাত্রাপুস্তক ২১:২২, ২৩ পদকে এভাবে অনুবাদ করে: “পুরুষরা যদি একে অন্যের সঙ্গে বিবাদ করে ও তারা একজন গর্ভবতী মহিলাকে প্রকৃতই আঘাত করে এবং তার সন্তান অকালে ভূমিষ্ঠ হয় কিন্তু কোনো মারাত্মক দুর্ঘটনা না ঘটে, তাহলে সেই ব্যক্তির ওপর মহিলার কর্তা যা ধার্য করেন, সেই অনুসারে ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে হবে; আর সে বিচারকদের বিচারমতে তা দেবে। কিন্তু যদি কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটে, তাহলে তোমাকে অবশ্যই প্রাণের পরিশোধে প্রাণ দিতে হবে।”