পাদটীকা
a বলিদানকৃত একটা পশুর প্রায়শ্চিত্তের মূল্য এর রক্তের মধ্যে থাকত, যেটাকে ঈশ্বর পবিত্র হিসেবে দেখতেন। (লেবীয় পুস্তক ১৭:১১) এর অর্থ কি এই যে, দরিদ্রদের উৎসর্গ করা সূজির কোনো মূল্য ছিল না? না। যিহোবা নিশ্চিতভাবেই এই ধরনের উৎসর্গের পিছনে বিদ্যমান নম্র এবং ইচ্ছুক মনোভাবকে মূল্য দিয়েছিলেন। অধিকন্তু, দরিদ্র ব্যক্তিরাসহ সমগ্র জাতির পাপ বার্ষিক প্রায়শ্চিত্তের দিনে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গীকৃত পশুগুলোর রক্তের দ্বারা আচ্ছাদিত হতো।—লেবীয় পুস্তক ১৬:২৯, ৩০.