পাদটীকা
b মথি জানান যে, সেই বিদেশিরা “আপনাদের ধনকোষ খুলিয়া” যিশুকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিয়েছিল। আগ্রহের বিষয় হল যে, সেই দামি উপহারগুলো হয়তো একেবারে সঠিক সময়ে এসেছিল কারণ যিশুর পরিবার—স্পষ্টতই দরিদ্র—শীঘ্র শরণার্থী হিসেবে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।—মথি ২:১১-১৫.