পাদটীকা
d সাধারণ কাল প্রায় ৩৮৩ সালে জেরমের দ্বারা সমর্থিত এই ধারণাটা সেই ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় যারা বিশ্বাস করে যে, মরিয়ম সারা জীবনই কুমারী ছিলেন। জেরম তার তত্ত্ব সম্বন্ধে পরে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু অনেকের মনে—এবং ক্যাথলিক গির্জার পদস্থ আধিকারিকদের মধ্যে—সেই ধারণা রয়েই যায়।