পাদটীকা
b যদিও বিবরণ জানায় যে, যিহোবা “হান্নার গর্ব্ভ রুদ্ধ করিয়াছিলেন,” কিন্তু ঈশ্বর এই নম্র ও বিশ্বস্ত মহিলার প্রতি অখুশি ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। (১ শমূয়েল ১:৫) কখনো কখনো বাইবেল সেই ঘটনাগুলোকে ঈশ্বর ঘটিয়েছেন বলে নির্দেশ করে, যেগুলোকে তিনি কেবল কিছু সময়ের জন্য ঘটার অনুমতি দিয়েছিলেন।