পাদটীকা
a প্রেরিত পৌল এখানে গ্রিক সেপ্টুয়াজিন্ট অনুবাদ অনুসারে গীতসংহিতা ৪০:৬-৮ পদের কথাগুলো উদ্ধৃত করেছেন, যে-কথাগুলোর মধ্যে “আমার জন্য দেহ রচনা করিয়াছ” বাক্যাংশটি রয়েছে। এই বাক্যাংশটি প্রাচীন ইব্রীয় শাস্ত্র-এর প্রাপ্তিসাধ্য পাণ্ডুলিপিগুলোতে পাওয়া যায় না।