পাদটীকা
a কিছু ধর্মে বলা হয়, ঈশ্বরের নাম উচ্চারণ করা ভুল ও এমনকী প্রার্থনাতেও তা উচ্চারণ করা ঠিক নয়। কিন্তু প্রথম বার বাইবেল লেখার সময়, সেটিতে যিহোবার নাম প্রায় ৭,০০০ বার ব্যবহার করা হয়েছিল। যেমন, বিভিন্ন প্রার্থনায় ও গীতে তাঁর নাম উল্লেখ করা হয়েছে।