পাদটীকা
a নাসরীয়রা এমন একটা মানতের অধীনে ছিল, যেটার মধ্যে মদ্যপান করা এবং তাদের চুল কাটা অথবা দাড়ি কামানো সম্বন্ধীয় এক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত ছিল। অধিকাংশ কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্যই এই মানত করেছিল কিন্তু কিছু জন যেমন, শিম্শোন, শমূয়েল এবং যোহন বাপ্তাইজক সারাজীবনের জন্য নাসরীয় হয়েছিল।