পাদটীকা
b আবাসটি ছিল আয়তাকার, মূলত কাঠের কাঠামো দিয়ে তৈরি এক বিরাট তাঁবু। কিন্তু, এটা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস—সীলের চামড়া, সুন্দর কারুকার্যবিশিষ্ট কাপড়, রুপো ও সোনা দিয়ে মোড়া দামি কাঠ—দিয়ে নির্মিত। আবাসটি এক আয়তাকার প্রাঙ্গণের মধ্যে অবস্থিত ছিল, যেটার মধ্যে বলি উৎসর্গ করার জন্য একটা চাকচিক্যবিশিষ্ট বেদি ছিল। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে, যাজকদের ব্যবহারের জন্য আবাস সংলগ্ন স্থানগুলোতে স্পষ্টতই অন্যান্য কুঠরি নির্মাণ করা হয়েছিল। মনে হয় যে, শমূয়েল এইরকম একটা কুঠরিতে ঘুমাতেন।